728 X 90 Ad slot
Sunday, 25 April 2010
NAIRI SASTO SOMSSA O STON AR AKAR BEKRITI
সমস্যা: আমার বয়স ২৫ বছর। কয়েক মাস ধরে আমি আমার ডান স্তনে হাত দিয়ে চাপ দিলে ব্যথাহীন গোলাকার পিণ্ডের অস্তিত্ব অনুভব করি। এ থেকে ক্যানসার বা স্তনের আকার বিকৃতি হওয়ার আশঙ্কা আছে কি? এই পিণ্ডটি ছাড়া আমার স্তনে অন্য কোনো সমস্যা নেই। তবে মাঝেমধ্যে মাসিকের সময় পুরো স্তনে কিছুটা ব্যথা অনুভব করি। আপা, আমি কিছুটা টেনশনে আছি। আশা করি আমাকে পরামর্শ দিয়ে চিন্তামুক্ত করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
আগ্রাবাদ, চট্টগ্রাম।
পরামর্শ: স্তনে গোলাকার পিণ্ড হলেই যে সেটা ক্যানসার হবে, এমন নয়। পিণ্ড বা টিউমার দুই ধরনের—ক্যানসার টিউমার এবং বেনাইন টিউমার বা নির্দোষ টিউমার। স্তনের এ ধরনের ব্যথাহীন পিণ্ড থেকে ক্যানসার নাও হতে পারে। তবে যত তাড়াতাড়ি সম্ভব বিশেষজ্ঞ চিকিত্সককে দেখিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া উচিত। যে ধরনের টিউমারই হোক না কেন, শুরুতেই ধরা পড়লে এর চিকিত্সা সহজ হয়। তাই লজ্জা বা দ্বিধা না করে সার্জারি বিশেষজ্ঞকে দেখান। নিয়ম মেনে নিজেই নিয়মিত স্তন পরীক্ষা (সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন) করবেন। ভালোমতো খেয়াল করবেন, স্তনে অন্য কোনো ধরনের গুটি বা পিণ্ডের অস্তিত্ব টের পাওয়া যায় কি না। দীর্ঘদিন ধরে স্তনে পিণ্ডের অস্তিত্ব অনুভব করার পরও এটা নিয়ে বসে থাকাটা ঠিক হয়নি। দুশ্চিন্তা করবেন না মোটেই। মাসিকের সময় স্তনের ব্যথার জন্য সাধারণ ব্যথানাশক ট্যাবলেট, যেমন বুটাপেন ভরাপেটে একটি করে খেয়ে দেখতে পারেন।
পরামর্শ দিয়েছেন
আনোয়ারা বেগম
অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
নাম প্রকাশে অনিচ্ছুক
আগ্রাবাদ, চট্টগ্রাম।
পরামর্শ: স্তনে গোলাকার পিণ্ড হলেই যে সেটা ক্যানসার হবে, এমন নয়। পিণ্ড বা টিউমার দুই ধরনের—ক্যানসার টিউমার এবং বেনাইন টিউমার বা নির্দোষ টিউমার। স্তনের এ ধরনের ব্যথাহীন পিণ্ড থেকে ক্যানসার নাও হতে পারে। তবে যত তাড়াতাড়ি সম্ভব বিশেষজ্ঞ চিকিত্সককে দেখিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া উচিত। যে ধরনের টিউমারই হোক না কেন, শুরুতেই ধরা পড়লে এর চিকিত্সা সহজ হয়। তাই লজ্জা বা দ্বিধা না করে সার্জারি বিশেষজ্ঞকে দেখান। নিয়ম মেনে নিজেই নিয়মিত স্তন পরীক্ষা (সেল্ফ ব্রেস্ট এক্সামিনেশন) করবেন। ভালোমতো খেয়াল করবেন, স্তনে অন্য কোনো ধরনের গুটি বা পিণ্ডের অস্তিত্ব টের পাওয়া যায় কি না। দীর্ঘদিন ধরে স্তনে পিণ্ডের অস্তিত্ব অনুভব করার পরও এটা নিয়ে বসে থাকাটা ঠিক হয়নি। দুশ্চিন্তা করবেন না মোটেই। মাসিকের সময় স্তনের ব্যথার জন্য সাধারণ ব্যথানাশক ট্যাবলেট, যেমন বুটাপেন ভরাপেটে একটি করে খেয়ে দেখতে পারেন।
পরামর্শ দিয়েছেন
আনোয়ারা বেগম
অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
If you loved this post
This post was written by: Franklin Manuel
Franklin Manuel is a professional blogger, web designer and front end web developer. Follow him on Twitter
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “NAIRI SASTO SOMSSA O STON AR AKAR BEKRITI”
Post a Comment